প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 06 December 2025, 04:59 ইং
বেনাপোল সিমান্ত থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের বেনাপোল পোর্টথানার ঘিবা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ( ০৪ ডিসেম্বর) রাত ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ঘিবা পূর্ব পাড়া বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। টহলদল দেখতে পায় যে কিছু লোক মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসছে। বরই বাগানের নিকটবর্তি হলে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করে, চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। টহলদল উক্ত বস্তাগুলি হস্তগত করে এবং খুলে ভারতীয় গাঁজা দেখতে পায়। পরবর্তীতে ওজন করে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্যএক লক্ষ তিতাল্লিশ হাজার পাঁচশত টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত গাঁজা মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ