প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 05 December 2025, 12:21 ইং
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মাসুদুর রহমান শেখ, শার্শা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বেনাপোল পৌর বিএনপি'র উদ্যোগে'' বড় আঁচড়া জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসায় পাঁচ খতম কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পাঁচ খতম কুরআন ও দোয়া মাহফিলে অংশ নেয়া মাদ্রাসার কোমলমতি এতিমদের মাঝে খাবার বিতরণ করেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক যশোর শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
উক্ত দোয়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
দেয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে তৃপ্তি জানান যে, অতি সম্প্রতি তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক জটিলতার বিস্তারিত শুনে গভীরভাবে মর্মাহত হন। সেই মুহূর্তের বেদনাময় উপলব্ধি তাকে অশ্রুসিক্ত করে তোলে, এবং তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। রাজনৈতিক ও সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিশু হাফেজসহ আবাসিক মাদ্রাসার কোমলমতি ছাত্ররা।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আবদার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, মাওলানা সাহেব, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনসহ বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,বড় আঁচড়া বাগে জান্নাত জামে মসজিদের ইমাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ