প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 05 December 2025, 12:21 ইং
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, যশোর :
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত যশোর জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।
এদিকে ৫ ঘন্টা কর্ম বিরতির কারণে ফার্মেসি, সিটি স্ক্যান, এক্স-রে বিভাগসহ ডায়াগনস্টিক বিভাগ বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ