প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 05 December 2025, 12:21 ইং
যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর :
যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুইজন ব্যক্তি চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের জন্য যাচ্ছে। এরপর বিজিবির একটি টিম আজ ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাস স্ট্যান্ডে অবস্থান নেন। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ফরিদুল ও মাহফুজ নামে দুইজনকে আটক করা হয়। এরপর তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার বাজারমূল্য দুই কোটি এগার লাখ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা।
তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। এ স্বর্ণের বার গুলো ঢাকার তাঁতি বাজার এলাকার চোরাকারবারীদের কাছ হতে সংগ্রহ করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ