প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 05 December 2025, 12:21 ইং
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, যশোর :
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ।
মুনাজাত পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের অভিভাবক এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। অভিভাবকের শুণ্যতায় একটি পরিবার কতটা সংকটে নিমজ্জিত হয়, সেটা ওই পরিবার জানে। সমগ্র বাংলাদেশ আজ সেই উদ্বেগ এবং আশঙ্কার জায়গায় থেকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ