প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 05 December 2025, 12:21 ইং
যুক্তরাজ্যের পর এবার চীন, খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকের ঢল

স্বপ্নভূমি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির প্রেক্ষিতে তাঁর চিকিৎসায় সহায়তার জন্য এবার চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় আসেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চীনের চিকিৎসকদের স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে বিশেষজ্ঞ দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। ফুসফুসে সংক্রমণের অবস্থার অবনতি হওয়ায় গত ২৭ নভেম্বর থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই মেডিকেল বোর্ডের সাথে বর্তমানে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিশ্চিত করতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ বাংলাদেশের অনেক বন্ধু প্রতীম দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বর্তমানে গঠিত যৌথ আন্তর্জাতিক মেডিকেল টিমে যাঁরা আছেন:
- বাংলাদেশ: অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল।
- যুক্তরাষ্ট্র: প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন এবং প্রফেসর ডক্টর হামিদ রব।
- যুক্তরাজ্য: প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডা. জুবাইদা রহমান।
এই যৌথ মেডিকেল টিম নিবিড়ভাবে বেগম জিয়ার চিকিৎসার তদারকি করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ