প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
যশোরে স্কুল ছাত্রী অপহরণ: দুইজন আটক, উদ্ধার ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝুমঝুমপুর এলাকার এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। একইসঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। বুধবার আটক দুই অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাহিদ আলম জুম্মান (তৌহিদুল আলম সেন্টুর ছেলে, বালিয়াডাঙ্গা মান্দারতলা, সদর)। আরিফুল ইসলাম (আতিয়ার রহমান সিটুর ছেলে)।
মামলার অভিযোগ, পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীটি স্থানীয় স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সে স্কুলে আসা-যাওয়ার পথে আসামি জুম্মান তাকে উত্ত্যক্ত করত। গত ৩০ নভেম্বর মেয়েটি স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আসামিরা তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজি করেও মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। পরে গত ১ ডিসেম্বর ওই ছাত্রীর মা বাদী হয়ে জুম্মান ও আরিফুলকে আসামি করে কোতয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উদ্ধার ও আটক অভিযান, অভিযোগের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশ গত ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় এবং প্রধান অভিযুক্ত জুম্মানসহ তার সহযোগী আরিফুল ইসলামকে আটক করা হয়।
স্বজনদের ভিন্ন দাবি, এদিকে, জুম্মানের স্বজনরা দাবি করেছেন, জুম্মান একটি বেসরকারি কোম্পানির ট্রাকের হেলপার। জুম্মানের সঙ্গে ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরেই মেয়েটি স্বেচ্ছায় জুম্মানের সঙ্গে চলে যায়। জুম্মান তাকে কালীগঞ্জে তার সহকর্মীদের বাড়িতে রেখে এসেছিল। পুলিশ সেখান থেকেই জুম্মান ও আরিফুলকে আটক করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ