প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
যশোরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ঝুমঝুমপুর এলাকার এক স্কুল ছাত্রীকে অপরণের অভিযোগে দুই যুবককে আটক ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
আটককৃতরা হলো, যশোর সদরের বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার তৌহিদুল আলম সেন্টু ছেলে নাহিদ আলম জুম্মান ও আতিয়ার রহমান সিটুর ছেলে আরিফুল ইসলাম। বুধবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে আসামি জুম্মানের সাথে পরিচয় ও উত্যক্ত করাত। গত ৩০ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। স্কুলের সামনে পৌঁছালে আসামিরা ওই ছাত্রীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানাজানির পর খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই দুই জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
অভিযোগের ভিত্তিতে গত ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।
জুম্মানের স্বজনরা জানিয়েছে, জুমান এটি বেসরকারি কোম্পানির ট্রাকের হেলপার। জুম্মানের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ওই মেয়ে নিজেই জুমানের সাথে চলে যায়। জুম্মান ওই মেয়েকে কালীগঞ্জের তার সহকর্মীদের বাড়িতে রেখে এসেছিল। পুলিশ সেখান থেকে জুম্মান ও তার সহকর্মী আরিফুলকে আটক করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ