প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
কেশবপুরে দুই অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন ইউএনও

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে দুইজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। টাকার অভাবে হুইল চেয়ার কিনতে না পারায় তাদের চলাফেরা করতে বেশ অসুবিধা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন তাদের চলাচল করার জন্য হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ