প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
যশোরে বিজিবির অভিযানে এক মাদক পাচারকারী আটক

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের কোতোয়ালি থানার দাইতলা বাস স্টা্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ৩৭৮২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২০)।
মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩হাজার ৭শ' ৮২ পিস ইয়াবা এবং ২টি মোবাইলস এক মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ইয়াবাগুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিল।
আটককৃত ইয়াবার মূল্য এগার লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত টাকা ও ০২টি মোবাইল মূল্য ষোল হাজার পাঁচশত টাকা এবং নগদ ১হাজার ৯শ'৫০টাকাসহ সর্বমোট এগার লক্ষ তিপান্ন হাজার পঞ্চাশ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ