প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
বেনাপোলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা

মাসুদুর রহমান শেখ, শার্শা:
বাংলাদেশ জাতিয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে টার বেনাপোল পৌর বিএনপির উদ্বোগে বেনাপোল হাইস্কুল মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক শার্শা-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যেকান্না জড়িত কন্ঠে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন। তিনি দেশের গনতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনের আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জল দৃষ্টান্ত। মানুষরে অধিকার স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহবায়ক আলমামুন বাবলু বেনাপোল পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ