প্রিন্ট এর তারিখঃ Dec 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল: ৫২৭ থানায় লটারির মাধ্যমে ওসি নিয়োগ

স্টাফ রিপোর্টার : এসপিদের পর এবার দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে নতুন ওসি, ঢাকা রেঞ্জে ৯৮ জন ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) পর এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি)-দেরও লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় 'প্রস্তাবিত' লেখা রয়েছে। এই ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
জানা যায়, নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ওসি পদায়নের এই পদ্ধতি গ্রহণ করা হয়। লটারির আগে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের একটি তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
দেশের জেলা পর্যায়ের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে পদায়ন করা ওসির সংখ্যা রেঞ্জভিত্তিক নিম্নরূপ:
- ঢাকা রেঞ্জ (১৩ জেলা): ৯৮ জন
- চট্টগ্রাম রেঞ্জ (১১ জেলা): ১১১ জন
- খুলনা রেঞ্জ (১০ জেলা): ৬৪ জন
- ময়মনসিংহ রেঞ্জ (৪ জেলা): ৩৬ জন
- বরিশাল রেঞ্জ (৬ জেলা): ৪৬ জন
- সিলেট রেঞ্জ (৪ জেলা): ৩৯ জন
- রাজশাহী রেঞ্জ (৮ জেলা): ৭১ জন
- রংপুর রেঞ্জ (৮ জেলা): ৬২ জন
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে থানার মোট সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে এই লটারি প্রযোজ্য নয়। মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নতুন উদ্যোগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সহায়তা করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ