প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 02 December 2025, 05:50 ইং
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ ভারতীয় এক নাগরিক আটক

মাসুদুর রহমান শেখ, শার্শা
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ এক ভারতীয় পাসপোর্ট যাএীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আসামি হলেন, ভারতের ওয়েস্ট বেঙ্গল কলকাতার ৩/ এ বি কে রোড খিদিরপুর ইকবালপু এলাকার আবু তাহের আলীর ছেলে আবু ইব্রাহিম আলী (২৩)। তার পাসপোর্ট নাম্বার Ad450818
সোমবার ( ০১ ডিসেম্বর) দিনব্যাপী ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য নয় লক্ষ নব্বই হাজার পঁয়তাল্লিশ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ