প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 02 December 2025, 05:50 ইং
যশোরে ইমামকে মারপিট ও ফার্মেসি ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদরের রামনগর পুকুর গ্রামের আমতলা এলাকায় এক ইমামকে মারপিট ও ফার্মেসি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ইমাম নাজিম সরদার ও তার ছেলে তানভীর আহেম্মদ এবং প্রতিবেশী দোকানি আলী হোসেন আতহ হয়েছে। রোববার সন্ধ্যার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ইমাম নাজিম সরদার।
নাজিম সরদারের অভিযোগে জানা গেছে, তিনি রামনগর পুকুর জামে মসজিদে ইমামম। পাশাপাশি তিনি আমতলা এলাকার একটি ফার্মেসি পরিচালনা করেন। রোববার বিকেলে তিনি মসজিদে গেলে ফার্মেসিতে বসে ছিলো তার ছেলে তানভীর। একই এলাকার পারুলের ছেলে রাজ ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ চায় তার ছেলের কাছে। তানভীর প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে রাজ ক্ষিপ্ত হয়ে বাড়ি গিয়ে তার মা পারুল, বাবা রাজা, ভাই মিঠু ও বোন তনুকে নিয়ে এসে ফার্মেসিতে হামলা চালায়। এ সময় পেয়ে তিনি ফার্মেসিতে আসলে তাকে ও তার ছেলে আলী হোসেনকে মারপিট করে আহত করে। হামলায় ফার্মেসির প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এদিকে মসজিদের ইমামকে মারপিট এবং দোকান ভাংচুরের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকার সাধারণ মানুষ। তারা একত্রিত হয়ে পারুল বেগমের বাড়িতে হামলা করে।
পারুল বেগমের অভিযোগ, তার নাতি ছেলে দোকানের সামনে গেলে নাজিমের ছেলে তারভির তাকে চড় মারে। তিনি সেখানে গিয়ে চড় মারার কারন জানতে চাইলে উল্টো তার ওপর চড়াও হয় নাজিম ও তার লোকজন। এক পর্যায়ে তার পরিবারের লোকজন গেলে তাদেরকেও মারপিট করে এবং বাড়িতে হামলা চালায়।
এলাকাবাসির অভিযোগ, পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি এর আগে নানা প্রভাব খাটিয়ে মানুষজনকে হেনেস্তা করেছে। অনেকের টাকা পয়সাও মেরে দিয়েছেন তিনি। এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত। পুলিশ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ