প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 November 2025, 10:56 ইং
কেশবপুরে ব্যবসায়ীর পাটের বস্তায় দুর্বৃত্তের আগুন

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর আড়াই হাজার পাটের (ছালার) বস্তা আগুনে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামে। এতে ওই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
কন্দর্পপুর গ্রামের বস্তার ব্যবসায়ী পীর আলী বলেন, বাড়ি পাশে রাখা ২ হাজার ৫০০ পাটের (ছালার) বস্তায় গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী টের পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণ বস্তা পুড়ে নষ্ট হয়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কদদর্পপুর গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার মোতাহিরুল হক বলেন, ঘটনা জানতে পেরে ওই ব্যবসায়ীর বাড়িতে যায়। আগুনে বস্তা পুড়ে যাওয়ায় ব্যবসায়ী পীর আলী মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ