প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
মণিরামপুরে রবিউল ইসলামকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরে রামনাথপুর গ্রামের রবিউল ইসলামকে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার অপহৃত রবিউলের স্ত্রী মৌসুমী ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা এ অভিযোগের ঘটনায় মণিরামপুর থানায় কোন মামলা হয়েছে কিনা বা কোন প্রসিডিং আছে কিনা সে ব্যাপারে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ওসিকে।
আসামিরা হলো, মণিরাপুরের হরিশপুর গ্রামের গাজীপাড়ার আলতাফ হোসেনের ছেলে শাহিন ও হারুন, মেয়ে রূপালী খাতুন একই গ্রামের সোহাগের ছেলে রনি।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে রবিউল ইসলাম নিজস্ব স্ক্রুটি নিয়ে রাজগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর খোঁজখবর পাওয়া যায়নি। আত্মীয়স্জনসহ বিভিন্নস্থানে খোঁজখবর নিয়ে রবিউলকে উদ্ধারে ব্যর্থ হয়ে ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় মণিরামপুর থানায় একটি জিডি করেন স্ত্রী মৌসুমী ইসলাম। গত ১৭ অক্টোবর বিকেলে আসামি বাড়িতে এসে রবিউল ইসলামকে ফেরৎ পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নইলে রবিউল ইসলামকে তারা খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে মণিরামপুর থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না কারায় তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ