প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
ভ্যানে ধাক্কা দিয়ে ইজিবাইক রাস্তার নিচে, ছিটকে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে ইজিবাইক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ভ্যান চালক মোবারক হোসেন (৩৫)। আজ রোববার বেলা ১১টার দিকে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়নগর জামতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার প্রতাপকাটি এলাকার মৃত মকবুল মোল্লার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। আহত মোবারক হোসেন যশোর সদর উপজেলার নন্দপুর গ্রামের বাসিন্দা। তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হামিদ যশোর সদর উপজেলার ছিলমবাড়িয়া থেকে ভ্যান ভাড়া করে মাছ নিয়ে মনিরামপুর বাজারে আসছিলেন। আর মনিরামপুর বাজার থেকে সবজি বোঝাই করে একটি ইজিবাইক ঢাকুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। তারা জয়নগর জামতলা পুকুরকান্দা মোড়ে পৌঁছালে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। আর ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে চলে যায়।
পুলিশ জানায়, ইজিবাইক ফেলে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স আনলে চিকিৎসক মাছ ব্যবসায়ী আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যান চালক মোবারক হোসেনকে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, আহত আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আছে। কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ