প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
'শিক্ষকদের ওপর জুলুম বরদাস্ত হবে না',দাবি না মানলে 'ঝড়' উঠবে,হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে এসে সাদিক কায়েম বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি অবহেলা করা হলে 'এমন ঝড় উঠবে, এমন আন্দোলন শুরু হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।'
'হাজার কোটি লোপাট হচ্ছে, শিক্ষকদের কেন অবহেলা?'
ডাকসু ভিপি বলেন, শিক্ষকদের দাবি খুবই সামান্য ও সম্পূর্ণ ন্যায্য। তিনি প্রশ্ন তোলেন, "চিকিৎসার জন্য ভাতা মাত্র ১,৫০০ টাকা। হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির জায়গায় এমন অবহেলা কেন?"
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আমাদের শিক্ষকদের ওপর জুলুম করবেন না, সেই জুলুম আমরা বরদাস্ত করব না। আগুন নিয়ে খেলবেন না।" সাদিক কায়েম জোর দিয়ে বলেন, শিক্ষকদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি একেবারেই ন্যায্য।
শিক্ষকদের সঙ্গে ছাত্রসমাজ একাত্ম
সাদিক কায়েম উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষকরা দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। শিক্ষকদের এই আন্দোলনের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ প্রায় অচল হয়ে পড়েছে।
তিনি বলেন, "বাংলাদেশের ছাত্রসমাজ এবং আমরা, সবাই শিক্ষকদের পাশে আছি।" তিনি সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের—প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের প্রতি—আন্দোলনের নেতাদের সঙ্গে দ্রুত আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডাকসু ভিপি প্রতিশ্রুতি দেন, "আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি—শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে আমরা একাত্ম। আমরা তাদের পাশে আছি এবং থাকব। ইনশাআল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ