প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
মামলার আভিযো জানা গেছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখতে পান জাহাঙ্গীর দাঁড়িয়ে আছেন। এমন সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ