প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
অভয়নগরে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালক নিহত, যাত্রী আহত

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ‘গড়াই’ নামের বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালক নিহত ও একজন নারী যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার তালতলা বাজার এলাকায় যশোর- খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক আব্দুর রহিম বিশ্বাস (৬২) খুলনার ফুলতলা উপজেলার খাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত রহিমা বেগম (৬০) একই উপজেলার যুগ্নিপাশা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি ওই ইজিবাইকের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, শনিবার রাত ৭ টার দিকে যশোরগামী গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬৭২৮) সঙ্গে খুলনাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক চালকের মৃত্যু ও একজন বৃদ্ধা নারী যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর বেপরোয়া গতির বাসটি পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম বিশ্বাস নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া গুরুতর আহত এক নারী যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও গড়াই নামের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়েগেছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মৃত ও আহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ