প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
টিএস আইয়ুবকে বিএনপি মনোনীত প্রার্থী দাবি করে বাঘারপাড়ায় গণসমাবেশ

বাঘারপাড়া প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে যশোর-৪ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী দাবি করে যশোরের বাঘারপাড়ায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।
গণসমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব
শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নামতে বলেছেন দাবি করে বলেন,'আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করেছি। নিজের টাকায় রাস্তা পর্যন্ত করেছি। মসজিদ- মন্দির করেছি। অনেক রাস্তা উদ্বোধন করেছি। এলাকার উন্নয়ন করতে গিয়ে প্রতিহিংসার স্বীকার হয়েছি। আমার বিরুদ্ধে মিটিং হয়েছে। আমি থেমে যায়নি'।
ভেদাভেদ ভুলে নিজ দলের বিরোধী শিবিরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে টিএস আইয়ুব বলেন,'আসেন একসাথে এক ট্রেনে সহযাত্রী হয়ে এই নির্বাচনী এলাকার উন্নয়ন করি, ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠে নেমে পড়ি'।
এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
বলেন, 'আমার নির্বাচনী এলাকার মানুষকে আমি অনেক ভালোবাসি। এই জনপদকে সমৃদ্ধির জনপথ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি'।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সহ-সভাপতি আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, মনিরুজ্জামান তপন, যুবদল নেতা সেলিম রেজা, হিরু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, যুবদল নেতা তাসকিন আহমেদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ