প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার ভেকুটিয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের জাফর আলীর ছেলে ইয়াহিয়া (২৮) ও আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই (নিঃ) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করেন। এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ডায়াং রানার ৮৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২০, তাং-১৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ