প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ফেসবুকে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ভুক্তভোগী সাংবাদিক আবু হানিফ (৩৪) চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং -৭৮১।
জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত ১১টা ৩ মিনিটের দিকে স্থানীয় সাংবাদিক আবু হানিফের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬১১-৫০০৫৬৭-এ ০১৯১২৬০৪২৭৯ নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। পরে জানা যায়, হুমকীদাতা চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলীবুদ্দিন খান আলী।
ভুক্তভোগী সাংবাদিক জানান, “স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক হিসেবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিই। এরপরই তিনি ফোনে আমাকে হুমকি দেন।”
তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছি। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছি।”
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ