প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
যশোরের শার্শায় মাদক ও পরোয়ানাভুক্ত আটক-৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও জিআর সাজাভুক্ত এক আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্সসহ নাভারন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনৈক মোঃ হাসান জহির সোহাগের মুদি দোকানের সামনে থেকে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া রাজাপুর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে। ঘটনার পর শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-১৯, তারিখ ১৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।
এছাড়াও একই রাতে শার্শা থানার এসআই (নিঃ) হযরত আলী, এসআই (নিঃ) গোরাচাঁদ দাশ, এএসআই (নিঃ) মোঃ নজিবুল্লাহ ও এএসআই (নিঃ) মোঃ রবকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে একজন জিআর সাজাভুক্ত ও তিনজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের শার্শা থানার বাগুড়ী গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৪) (জিআর-৪৮৯/১৮ মামলায় ৬ মাসের সাজাভুক্ত আসামি), উলাশী গ্রামের মহিন বিশ^াষের ছেলে মিঠুন (২৬) (সিআর-৩২২/২৪ মামলায় পরোয়ানাভুক্ত আসামি) ও মাটিপুকুর গ্রামের মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন (সিআর-২৩০/২৫ মামলায় পরোয়ানাভুক্ত আসামি)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ