প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2025 ইং
যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্তের উপর হামলায় প্রতিবাদ সভা

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের উপর এলাকার কতিপয় ব্যক্তিরা হামলার করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য কবির হোসেন, শেখ শাহীন, রাজ্জাক আহমেদ রাজু, আব্দুল মোমিন, কামরুজ্জামান রাজু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধে পরিকল্পিতভাবে কেশবপুর প্রেসক্লাবের সদস্য সুশান্ত মল্লিকের উপর তার এলাকার সরাপপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদীপ মল্লিকের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ঘটনা উল্লেখ করে থানায় মামলা করা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিন্দা জানানোসহ এর সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের দাবি করেন বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ