প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
চাঁদাবাজি মারপিট ও লুটপাটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : ৫ লাখ টাকা চাঁদা দাবিতে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার যশোর সদরের আলমনগর গ্রামের লাল মাহমুদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, একই গ্রামের ইকবাল হোসেন, টিপু সুলতান, ইমাদুর রহমান ইমন, শহর বানু, লাবনী খাতুন, সোনালী খাতুন ও রোজিনা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী সরকার আমলে আসামিরা বাদীর কাছে প্রায়ই চাঁদা দাবি করতো। পাশাপাশি আসামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন পূর্ব থেকে বিরোধ চলে আসছে লাল মাহমুদের । এরই জের ধরে গত ১৫ অক্টোবর সকাল ৭টার দিকে আসামিরা লাল মাহমুদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের চাঁদার ৫ লাখ টাকা না দেয়ায় ভাংচুর, বাড়ির লোকজদের মারপিট, ৩০ হাজার টাকা ও গহনা লুট করে নিয়ে যায়। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশী ও স্বজনেরা গুরুতর আহত লাল মাহমুদসহ অন্যদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কৃতপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ