প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
লইয়ার্স কাউন্সিলের আব্দুল লতিফ সভাপতি ও ওয়াজিউর রহমান সাধারণ সম্পাদক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এ লইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক প্রার্থী ওয়াজিউর রহমান। বুধবার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন কাউন্সিলের উপদেষ্টা ইমামুল হাসান।
আলমগীর সিদ্দিকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, আলমগীর সিদ্দিক, মনিরুল ইসলাম, শাহরিয়ার হক রিফাত, রুহিন
বালুজ, রোকনুজ্জামান, রেজাউল করিম, আজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দীন আহমদ প্রমুখ।
সভায় বক্তার, লইয়াস কাউন্সিলের প্রার্থীদের জন্য দোওয়া ও ভোট প্রার্থানা করেন। এ প্যানেলের অপর প্রার্থীদের নাম দ্রæত প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ