প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
যশোরের বাঘারপাড়ায় ব্র্যাকের উদ্যোগে চুইঝাল চারা ও সবজির বীজ বিতরণ

বাঘারপাড়া প্রতিনিধি : যশোর-২ অঞ্চলের বাঘারপাড়া সদর অফিসের উদ্যোগে বিনামূল্যে চুইঝালের চারা এবং মৌসুমি সবজির বীজ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় সদস্যদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা এবং তাঁদেরকে সবজি চাষে উৎসাহিত করা।
গত দুপুরে এই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে যশোর সদরের ফতেপুর গ্রাম সংগঠনের মোট ৩০ জন সদস্যের প্রত্যেককে দুটি করে চুইঝালের চারা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় গ্যাস পাম্পের পাশে চুইঝালের চারা ও সবজির বীজ রোপণ, এর পরিচর্যা এবং সার ব্যবস্থাপনা বিষয়ে সদস্যদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া, চাষাবাদ সংক্রান্ত একটি তথ্যসমৃদ্ধ লিফলেটও বিতরণ করা হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক রোকনুজ্জামান, আশরাফুল আলম এবং সিরাজুল ইসলামসহ অন্যান্য এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।
ব্র্যাকের এই আন্তরিক উদ্যোগকে সদস্যরা স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, এই সহায়তা তাঁদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার জন্য তাঁরা ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ