প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
যশোরের কেশবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হাত ধোয়ার অনুশীলন করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা পর্যায়সহ সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের একটি করে বিদ্যালয়ে ও একটি করে কমিউনিটি পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে বিশ্ব হাত ধোয়া দিবসটি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপী, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব, ইপিআরসির এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, সুপারভাইজার তন্দ্রা দত্ত, দেলোয়ার হোসেন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ