প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
ভোজ্যতেলের আগুনে ছ্যাঁকা! বোতলজাত সয়াবিনে ৬, পাম অয়েলে ১৩ টাকা বাড়লো

স্বপ্নভূমি ডেস্ক : ভোজ্যতেলের দাম আবারও বাড়ল। এবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া পাম তেলের দাম এক লাফে প্রতি লিটারে ১৩ টাকা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
নতুন দাম কার্যকর
দাম নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ
সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির এই ঘোষণা এলেও, গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের টানাপোড়েন তৈরি হয়েছিল।
- তখন ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছিলেন।
- কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল।
এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছিলেন এবং সরকারের নির্দেশিত দাম তখন আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা। দীর্ঘদিনের এই অসন্তোষের পরই এবার নতুন করে মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ