প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
ইউপি সদস্য ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত; ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে আহাদ আলী ছোট্ট (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহাদ আলীকে রাতেই মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আনেন স্বজনেরা। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বৃদ্ধ শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাড়দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ আহমেদের বাবা। সবুজ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সাথে যুক্ত।
পরিবারের দাবি, ছেলেকে (মেম্বর) না পেয়ে দুর্বৃত্তরা বৃদ্ধর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না পেয়ে দুর্বৃত্তরা বৃদ্ধ আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আওয়ামী লীগের আমলে সবুজ মেম্বর এলাকার লোকদের নানাভাবে হয়রানি করেছে। তার জেরে আজ কয়েকজন লোক সবুজকে বাড়িতে খুঁজতে যায়। মেম্বরকে না পেয়ে তার বাবাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃদ্ধর দেহে ৩-৪ টি আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সবুজের পরিবার চাঁদা দাবির বিষয়ে আমাদের কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
ইউপি সদস্য সবুজ বলেন, দুই মাস আগে আমার কাছে দুই লাখ টাকা চায় এলাকার কয়েকজন চিহ্নিত লোক। টাকা দিতে না পেরে তাদের ভয়ে আমি বাড়ি ছেড়েছি।
আজ (বৃহস্পতিবার) সকালে ৬ জন লোক আমার বাড়িতে গিয়ে আমার খোঁজ করে। না পেয়ে তারা ঘরে ঢুকে তল্লাশি করে বেরিয়ে যাওয়ার সময় ঘেরের মাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে যায়। এসময় ওরা আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে।
মেম্বর সবুজ বলেন, ওরা সকালে চলে আমার সময় সাত লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে পারিনি। পরে আজ সন্ধ্যায় আমার বাবা পাড়দিয়া বাজারে পান কিনতে আসছিলেন। তখন তারা বাবাকে ডেকে পাড়দিয়া হাইস্কুল মাঠে নিয়ে যায়। এরপর এক পর্যায়ে ওরা বাবার পিঠে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, বৃদ্ধর পিঠে ধারাল অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ