প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
অধ্যাপক তোফায়েল আহমেদের ইন্তেকাল: প্রধান উপদেষ্টার শোক

ঢাকা প্রতিনিধি: স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার শোক ও শ্রদ্ধা
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত।”
অধ্যাপক তোফায়েল আহমেদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়েছিলেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সারা জীবন নিবেদিত ছিলেন।
স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে তাঁর রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত অসংখ্য প্রবন্ধ আমাদের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (বাংলাদেশ) স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক তোফায়েল আহমেদের মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার অধ্যাপক তোফায়েল আহমেদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষায় তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর পাশাপাশি তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন।
বুধবার বিকেলে রিং পরানোর জন্য তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক তোফায়েল আহমেদের প্রয়াণে দেশের শিক্ষাবিদ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ