প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
বিদেশিরা নয়, নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে জনগণ: আমীর খসরু

ঢাকা প্রতিনিধি : দেশের জনগণই জাতীয় নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে, কোনো বিদেশি পর্যবেক্ষক নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে।
সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনে ইইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ইইউ বিশেষ আগ্রহী।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে আসায়, তিন মাস অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা অবগত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এছাড়াও, অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে প্রতিটি প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে—এ বিষয়েও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ