প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
'সুযোগ পেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত'

নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময়: 'সুযোগ পেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত'
বাঘারপাড়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল মত ও পেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।
পৌর আমির মওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাই, আলিয়ার রহমান, মাওলানা আমানুল্লাহ, পৌর সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ