প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

স্বপ্নভূমি ডেস্ক: ফ্যান্টাসি কিংডমের বিপরীতে আয়শা গার্মেন্টসে অগ্নিকাণ্ড; দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন
সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ, সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "দুপুর ১২টার কিছু পরে আমরা আয়েশা গার্মেন্টসে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গেই জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে লেগে যায়। আগুন নেভানোর কাজ চলছে।"
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ