প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
তারেক রহমানের নির্দেশে লন্ডন থেকে ফিরে শার্শার পূজামণ্ডপে মাসুদুল আলম

বেনাপোল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লন্ডন থেকে দেশে ফিরেই শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য ও শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত বিভিন্ন পূজ মন্ডপ পরিদর্শন করেন ও বাগআঁচড়া সর্বজনীন পূজামণ্ডপ ও বাগুড়ি সর্বজনীন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।
এবিএম মাসুদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাস করে। এই দেশ আমাদের সবার, তাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। কোনো ভেদাভেদ নয়—আমরা চাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করুক।
এই উপজেলায় অসংখ্য পূজামণ্ডপ রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পূজামণ্ডপে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে এখানকার পূজার পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও আনন্দঘন হয়ে ওঠে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন—বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই বাংলাদেশে কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না; বরং সমান অধিকার ও সম্মানের ভিত্তিতেই প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদ।
এবিএম মাসুদুল আলম বর্তমানে যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য ছাড়াও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ও খুলনা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ