প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও ৪ ডাকাতকে আটক করেছে যশোরে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক : যশোর রাজারহাটে সাড়ে পুলিশ পরিচয়ে ১৯ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় আরও চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুষ্টিয়ার মীরপুর উপজেলার আবুরী গ্রামের মল্লিকপাড়ার আয়ুব আলীর ছেলে রায়হানুল হক, সাতক্ষীরা সদরের দক্ষিণকাঠিয়া গ্রামের মৃত জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, ইটাগাছা গ্রামের ঘোষপাড়ার গনেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার বাবু ও উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৪ জুলাই রাজারহাট রেল ক্রসিং এলাকায় পুলিশ পরিচয়ে একদল ডাকাত একটি প্রাইভেটকার থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং কর্মচারী রাসেল গাজীর চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এরপর তাদের কাছ থেকে সাড়ে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ডাকাতি করে মনিরামপুরের ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় তাদের ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় স্বর্ণের মালিক সুধীর কুমার দাস বাদী হয়ে ১৫ জুলাই কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকালে গত ২০ সেপ্টেম্বর ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে উজ্জল হোসেন ও নিশান হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় গ্রেপ্তার হওয়া এই চারজনের মধ্যে উজ্জল হোসেন এবং রতন শেখ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ