প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
যশোরে শিশু কণ্যাকে বলৎকার ও তরুনীকে ধর্ষণের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা মামলা

নিজস্ব প্রতিবেদক : যশোরে এক তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্বা ও ৭ বছরের এক কণ্যা শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। শহরের পুলিশ লাইন টালিখোলা এবং সদর উপজেলার আড়পাড়া গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আলাদা মামলা করেছে কোতয়ালি থানায়।
আসামিরা হলো, পুরাতনকসবা টালিখোলা মাদরাসা পাড়ার হোসেন ড্রাইভারের ছেলে আজিজুল ইসলাম ও সদরের আড়পাড়া গ্রামের মৃত মহাসিন বিশ্বাসের ছেলে সাগর হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, পুলিশ লাইন টালিখোলা এলাকায় ভাড়া বাড়িতে ওই কণ্যা শিশুর পরিবার ভাড়া বাড়িতে বসবাস করে। আসামি তাদের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে যেত। সোমবার সকালে ওই শিশু ও তার ছোট ভাইকে বাসায় রেখে প্রতিবেশীর বাড়িতে কাজ করতে যায় তার মা। দুপুরে আসামি আজিজুল তাদের বাড়িতে এসে ওই শিশুকে একা পেয়ে তাকে বলৎকার করে চলে যায়। দুপুরে তার মা বাড়ি আসলে শিশু তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে আজিজুলকে আসামি করে কোতয়ালি থানায় এ মামলা করেছে। আসামি আজিজুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
অপরদিকে, সদরের আড়পাড়া গ্রামে এক তরুণীর পিতার মৃত্যুর পর মায়ের অন্যাত্র বিয়ে হওয়ায় চাচার বাড়িতে বসবাস করত। আসামি সাগর প্রতিবেশী হওয়ায় মাঝেমধ্যে তাদের বাড়িতে যাতায়াত করতো। গত দুই বছর আগে সাগর মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো সাগর। ফলে মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়ে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে সাগর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আল্ট্রাসনো গ্রাম করার পর তার অন্তঃসত্বার বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক। সাগর গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ দিলে মেয়েটি তার চাচা ও চাচীকে জানায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধর্ষক সাগরকে আসামি করে থানায় মামলা করেছে। সাগর ঘটনা জানাজানি হওয়ায় বাড়ি থেকে পালিয়ে গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ