প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
আ. লীগ নিষিদ্ধ নয়, কেবল 'অস্থায়ী নির্বাসন': জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স্বপ্নভূমি ডেস্ক : "আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, শুধু কার্যক্রম স্থগিত", নির্বাচন ও রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া জিটিও-এর এই সাক্ষাৎকারে তিনি জানান, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি কিংবা তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করেনি, বরং শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সাক্ষাৎকারটি ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।
কার্যক্রম স্থগিতের ব্যাখ্যা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোর দিয়ে বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে, দলটি একটি দল হিসেবে বৈধ থাকবে। তিনি ব্যাখ্যা করেন, "তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।"
নির্বাচনে অংশগ্রহণ এবং সমর্থকের ভূমিকা
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস নির্বাচন কমিশনের ওপরই সম্পূর্ণ বিষয়টি ছেড়ে দেন। তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে।" কারণ নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করছে, তাই তারাই ভালো বলতে পারবে কোন দল অংশ নিতে পারবে।
আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠী প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে।" তিনি নিশ্চিত করেন যে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, কিন্তু সেখানে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না।
"তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারে নি" আওয়ামী লীগের সমালোচনা করে ড. ইউনূস বলেন, দলটি নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারে নি। তিনি অভিযোগ করেন, "তারা মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।"
এই বহুমাত্রিক আলোচনায় জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, দেশের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ