
বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি একে একে পরিদর্শন করেন—
রামপুপুর সর্বজনীন পূজা মণ্ডপ, উলাশী সর্বজনীন পূজা মণ্ডপ, হাড়িখালি সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা পশ্চিমপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ, বাগআঁচড়া সর্বজনীন পূজা মণ্ডপ ও সামটা পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউএনও ডা. কাজী নাজিব হাসান এসময় বলেন—
"শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উৎসব সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে উৎসব উপভোগের আহ্বান জানাই।"
✅ উপস্থিত ছিলেন:
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ
উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহারিয়ার মঞ্জু
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী
উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু
স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন
বাগআঁচড়া বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
গোগা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সারোয়ার হোসেন
উলাশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামছুর রহমান বিষে
উলাশী ইউনিয়ন বিএনপির বদি মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব
মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস
কন্যাদাহ ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি হজরত আলী
বিএনপির সক্রিয় কর্মী আশানুর রহমান, যুবদল নেতা লালটু, জাহাঙ্গীরসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী বলেন—
“দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শার্শার মানুষ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিএনপি ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।