প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
হেরোইনের মামলায় শার্শার দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : হেরোইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ ও অর্থদÐের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।
সোমবার অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসা. রেহেনা আক্তার এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকে কাজী সেলিম রেজা ময়না।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৪ জুলাই বিকেলে যশোরের ডিবির শার্শার পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ইয়াসিনের কাছ থেকে ৩শ’ গ্রাম ও সোহাগের কাছ থেকে আরও ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে শার্শার এসআই সেকেন্দার আবু জাফর ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদÐ, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ