প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
আমরা প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ--আব্দুল কাদের

যশোর প্রতিনিধি: যশোর লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও গণ সংযোগ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর সদর ৩ নং আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন , আমরা আগামী দিনে আল্লাহতালার রহমতে জনগণের সেবক হতে পারি তাহলে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ। কোন বৈষম্য থাকবে না। এই সমাজে ইসলামভিত্তিক জীবন ব্যবস্থা করা হবে। কোন দুর্নীতি ঘুষের ব্যবস্থা থাকবে না। ঘুষ নেওয়া দেওয়া উভয় জাহান্নামে যাবে। কেউ বলতে পারব বুকে হাত দিয়ে কোন অফিস আদালতে ঘুষের লেনদেন করে নি। অথচ এই ঘুষ লেনদেন করা ও ভাই সমান অপরাধী।
একটি ইনসাফ ভিত্তিক দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই। আমরা খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের সমাজে মূল্যহীন মনে করি। কিন্তু এই কৃষকরা আমাদের খাদ্য উৎপাদনের কারিগর। আমরা ক্ষমতায় আসলে প্রতিটা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক এস কে শামীম, ওয়ার্ড সভাপতি ফজলুল করিম মুক্তা, নজরুল ইসলাম, তারেক রহমান, মাওলানা রবিউল ইসলাম, জুবায়ের আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ