প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
মালয়েশিয়ায় বাবার মৃত্যুর পর এবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে পানিতে ডুবে গোপাল দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার লেবুগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোপাল ওই গ্রামের মৃত দীপক দাসের ছেলে। দীপক মালয়েশিয়ান প্রবাসী ছিলেন। তিন মাস আগে হঠাৎ সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছিল।
লেবুগাতি ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, আজ (রোববার) দুপুর ২টার দিকে বাড়িতে বড় বোনের সাথে খেলছিল শিশুটি। বোনটির বয়স চার বছর। খেলার এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে তলিয়ে যায় গোপাল। তখন শিশুটির মা বৃষ্টি দাস শৌচাগারে ছিলেন। তিনি বেরিয়ে আসলে মেয়েটি গোপালের পানিতে পড়ার কথা তার মাকে বলেন। তখন তিনি মেয়ের কথা কানে নেননি। কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেন বৃষ্টি দাস। এরপর আশপাশের লোকজন এসে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় গোপাল নামে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
ইউপি সদস্য সিদ্দিকুর রহমান আরও বলেন, নিহত শিশুর বাবা দীপক দাস মালয়েশিয়ায় কর্মরত থাকা অবস্থায় তিন মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে মারা গেছেন। এরপর তার লাশ দেশে এনে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। দীপকের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই আজ তার শিশু ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। শোক নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ