প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
মাছের ঘেরে এয়ারেটরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে ঘেরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে স্বজনেরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
নিহত লিমন উপজেলার চন্ডিপুর গ্রামের আজিজুর সানার ছেলে।
স্থানীয় চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, সকালে বাড়ির অদূরে নিজের চাচা আমিন সানার ঘেরে বাবার সাথে মাছ ধরতে নামে লিমন। মাছ ধরা শেষে সবাই উঠে আসলেও লিমন পানিতে থেকে যায়।
মেম্বর মাহাবুর বলেন, মাছ ধরা শেষে ঘেরের পাড়ে মাছ বিক্রির কাজ চলছিল। আর লিমন ঘেরের এয়ারেটরে (পানিতে অক্সিজেন বৃদ্ধি যন্ত্র) কাজ করছিল। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত মাছবাহী ট্রাকে করে তাকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেম্বর বলেন, লিমন বিদ্যুতের কাজ করত। পাশাপাশি সে বাবার সাথে ঘেরে জাল টানার কাজ করত।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন,
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আনার আগে লিমন নামে ওই কিশোরের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
ঝাঁপা ক্যাস্প পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও মৃত্যুর খবর আমার জানা নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ