প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
যশোরে ভবদহ এলাকার সুইচ গেটের সবগুলো কপাট খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের ভবদহ জলাবদ্ধ এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য ভবদহ সুইস গেটের সবগুলো কপাট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। শহরের নীলরতন ধর সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল। এসময় সেখানে সংগঠনটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ বলেন, যশোরে এবার গত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতার মাত্রা এবার অনেক কম। ভবদহের সুইস গেটের আটটি কপাট খুলে দেওয়ায় ব্যাপকভাবে পানি নামছে । যে কারণে এবার জলাবদ্ধতা কম হয়েছে। ২১ ভেন্টের এই সুইচ গেটের বাকি কপাটগুলো খুলে দিলে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতায় আক্রান্ত দেড় শতাধিক গ্রামের পানি নিষ্কাশিত হয়ে যাবে বলে তিনি দাবি করেন।এর পাশাপাশি দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার, সরকার প্রতিশ্রুত ৮১ কিলোমিটার নদী খননের কাজ দ্রুত শুরু করা এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার প্রক্রিয়াকে গতিশীল করারও দাবি করেন নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ