প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
যশোরে দৈনিক রানার সম্পাদক মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। দিনের শুরুতে আজ সকাল সাড়ে ১১টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে মরহুমের মাগফিরাত কামনায় প্রেসকøাব যশোরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ১৯৯৮ সালের এই দিন রাত ১০টার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হয়ে ছিলেন রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। বর্তমানে মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ