নিজস্ব প্রতিবেদক : ১০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের গাইগাছি গ্রামের রুহুল আমিন মোল্যার ছেলে ব্যাবসায়ী মতিয়ার রহমহান এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশদিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
আসামিরা হলো, একই গ্রামের সাবেক মেম্বার কেসমত আলী দুই ভাগ্নে আসাদ ও সবুজ, মৃত কেরামত আলী মোল্যার মেয়ে মাসুরা খাতুন, বানিয়ারগাতি গ্রামের মৃত জলিলের ছেলে তাহের ও মৃত শাহাদত মোল্যার ছেলে হাসান।
মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসায়ী মতিয়ার রহমান জাতীয় পার্টির বসুন্দিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১৫দিন আগে আসামিরা ব্যবসায়ী মতিয়ার রহমানকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৭ আগস্ট বিকেল মতিয়ার রহমান বসুন্দিয়া মোড়স্থ্য ওয়ান ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে আসামিরা ব্যাংকের নিচ থেকে মতিয়ার রহমানকে অপহরণ করে সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ মাঠে হাসানের চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে কাছে থাকা ৫ লাখ টাকা ও ৫ লাখ টাকা লিখে একটি স্বাক্ষীতর চেক ছিনিয়ে নেয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা মতিয়ার রহমানকে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল চিকিৎসা দেন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।