প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
যশোরে তালাক দেয়া স্ত্রীর জমি ও বাড়ি দখল করে নিয়েছেন সাবেক স্বামী

নিজস্ব প্রতিবেদক : যশোরে তালাক দেয়া স্ত্রীর জমি ও বাড়ি দখল করে নিয়েছেন সাবেক স্বামী খুলনা বেতারে কর্মরত ড্রাইভার মারুফ হোসেন। বর্তমানে মারুফের তালকপ্রাপ্ত স্ত্রী এ্যানি খাতুন বাড়িঘর হারিয়ে এক ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়ি উদ্ধারে এ্যানি মামলা করেও দখল উচ্ছেদ করতে পারছেননা। অপরদিকে মারুফ একেরপর এক মামলা দিয়ে এ্যানি ও তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন। মারুফ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ্যানির মামলার অভিযোগে জানা গেছে, মারুফ হোসেন খুলনা বেতারে ড্রাইভার হিসেবে কর্মরত আছে। ২০১৭ সালে ১৮ জানুয়ারি যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামের মারুফ হোসেনের সাথে পারিবাকি ভাবে সদরের কাশিমপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এ্যানি খাতুনকে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সংসারে সুখের কথা চিন্তা করে ২০২০ সালে বাহাদুরপুর মৌজায় ৩ দশমিক ১৬ শতক জমি কিনে দেন তার পিতা মফিজুর রহমান। পরবর্তীতে তিনি এ জমিতে একতলা ভবন নির্মাণ করে দেন। একপর্যায়ে মারুফ তার স্ত্রী-সন্তানের খোঁজখবর নেয়া বন্দ করে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে এ্যানি তার স্বামীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত মারুফ তার জমি ও বাড়ি দখল করে নিয়ে এ্যানিকে তাড়িয়ে দিয়েছেন। জমি ও বাড়ি উদ্ধারে এ্যানি মামলা করেও দখলদার মারুফকে উচ্ছেদ করতে পারছেন। অপর দিকে মারুফ একেরপর এ মামলা দিয়ে এ্যানি ও তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন।
মারুফ হোসেনের মামলার অভিযোগে জানা গেছে, মারুফ হোসেন খুলনা বেতারে ড্রাইভার হিসেবে কর্মরত আছে। ২০১৭ সালে ১৮ জানুয়ারি মারুফ হোসেন পারিবাকি ভাবে যশোর সদরের কাশিমপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এ্যানি খাতুনকে বিয়ে করেন। বনিবনা না হওয়ায় এ্যানি আমাকে তালাক দিয়েছে। এখন আমার বাড়ি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এ্যানি ও তার পরিবারের সদস্যরা।
মারুফ হোসেনে মামালার তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানিছেন, মামলার তদন্ত চলমান আছে। উর্ধ্বতন কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে তাদের বক্তব্য শুনেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ