প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে নওয়াপাড়া পৌরসভার অর্ধ কোটি টাকার একটি বুলডোজার (ক্রলার মেশিন)। বছর ধরে উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স নূর জাহান ফিলিং স্টেশন’র সামনে ফেলে রাখায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ।
পৌর ভবনে রাখার জায়গার অভাবে বুলডোজারটি রাজঘাট এলাকায় রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম। কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে এলাকাবাসী।
মেসার্স নূর জাহান ফিলিং স্টেশনের ম্যানেজার শফিউল ইসলাম বলেন, ‘বছর পেরিয়ে গেছে নওয়াপাড়া পৌরসভার ‘টিএস১৬০-৩’ মডেলের বুলডোজারটি মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে। আমাদের ফিলিং স্টেশনের এক পাশে পড়ে রয়েছে। যন্ত্রাংশ চুরি হলে কে নিবে দায়ভার। তাই দ্রæত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এলাকাবাসী জানায়, এভাবে বছরের পর বছর খোলা আকাশের নিচে ফেলে রেখে পৌরবাসীর সম্পদ নষ্ট করা হচ্ছে। কি কারণে, কার জন্য এক বছরের অধিক সময় বুলডোজারটি ফেলে রাখা হয়েছে তা খতিয়ে দেখতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের অনুরোধ করা হয়েছে।
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, ‘একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে বুলডোজার টিএস১৬০-৩ ক্রয় করা হয়েছিল। এরপর পদ্ম সেতুর নির্মাণকাজে তা ভাড়া দেওয়া হয়। কাজ শেষে পৌর ভবনের ভেতরে রাখার জায়গার অভাবে বুলডোজারটি রাজঘাটে রাখা হয়।’
এ ব্যাপারে মঙ্গলবার (২৬ আগস্ট) নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, ‘রাজঘাটে রাখা বুলডোজারটি দ্রæত সময়ের মধ্যে পৌর ভবনের আশপাশে রাখার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তা রক্ষণাবেক্ষণ করা হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ