প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
যশোরের ছয় সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : যশোরের ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা । রোববার বিকালে বিশাল বিক্ষোভ মিছিল শহরের জজ কোর্ট মসজিদ মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আইনজীবি ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করা হচ্ছে। এটি কোনোভাবেই যশোরবাসী মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা একতরফা, এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা তা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদের বেরিয়ে আসার আহবান জানিয়েচেন বক্তরা।
মিছিল পূর্ব সামবেশে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বিশিষ্ট লেখক ও গবেষক যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ